1647
Published on মে 20, 2020করোনা ভাইরাসের কারণে শ্রমজীবীদের কাজ বন্ধ থাকায় ময়মনসিংহে বিপাকে পড়েছে অসহায় কৃষক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যার স্থান থেকে করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন থাকায় অসহায়, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সাড়া দিয়েছে ছাত্রলীগ ।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে পিকআপ ভর্তি ফ্রি সবজি নিয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ মো: আল আমিন । প্রায় দুইশতাধিক পরিবারের কর্মহীন মানুষের মধ্যে ফ্রি সবজি বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা ।
মঙ্গলবার (১৯ মে ) ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন স্থানের কৃষকদের থেকে সরাসরি ন্যায্য মূল্যে ক্রয় কৃত শাকসবজি তরি-তরকারি তিনি সদর উপজেলার ঈশ্বরদিয়া ইউনিয়নে কর্মহীন মানষের মাঝে বিতরন করেন ।
বিভিন্ন এলাকায় মাইকিং করে বেগুন, পটল, ঢেরস, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁইশাক, পাটশাক, লালশাক, লাউশাক, শসাসহ নানা ধরনের শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে ইমতিয়াজ মো: আল আমিন বলেন, দেশের এ সংকটপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভাই নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষিতেই এ উদ্যোগ নিয়েছি আমরা।