বোয়ালখালীতে ১ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

1036

Published on মে 21, 2020
  • Details Image

করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবার সংকটে পড়েছে হতদরিদ্ররা। এমন প্রেক্ষাপটে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনছুর আলম পাপ্পী বোয়ালখালী এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

গত রবিবার (১৭ মে) সকাল থেকেই আমরিন এন্ড ব্রাদার্স ও মাওয়া গ্রুপ নামে দুই প্রতিষ্ঠানের উদ্যোগে করোনা সংকটময় পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, দুঃস্থ ও নিম্ন আয়ের ১ হাজার পরিবারের মাঝে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাঙ্গীর আলম পারভেজ, মাওয়া গ্রুপের চেয়ারম্যান আলম ববি প্রমুখ।

পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকেই বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির ব্যবস্থাপনায় নেতাকর্মীরা বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি চালিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মনছুর আলম পাপ্পী বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গণমানুষের পাশে দাঁড়াতে চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এর আহ্বানে সাড়া দিয়ে আমি আমার সাধ্য অনুয়ায়ী খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত