চাঁদপুরের ১৮০০ পরিবারে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের সহায়তা বিতরণ

1620

Published on মে 24, 2020
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ চাঁদপুরের কচুয়ার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের ১৮০০ পরিবারে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দিয়েছেন।

এর মধ্যে ১৩০০ ব্যাগ খাদ্য সামগ্রী ও ৫০০ শাড়ী রয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধ। ড۔ সেলিমের মাহমুদের পক্ষে আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌঁছে দেন।

কচুয়ায় শিক্ষার উন্নয়নে ড۔ সেলিম মাহমুদ আজ থেকে ২৫ বছর পূর্বে ১৯৯৫ সালে তার বাবা কর্তৃক তাকে দানকৃত তিন একর জমিতে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ওই কলেজে বর্তমানে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। কচুয়ার কোনো মানুষ যখনই কোনো কাজ নিয়ে তার কাছে গেছেন, তিনি আন্তরিকভাবে তাঁদের সাহায্য করার চেষ্টা করেছেন। এটি তিনি এখনো করে যাচ্ছেন।

ড۔ সেলিম মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রথম আইন বিষয়ক সম্পাদক। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত হয়ে ১০ বছর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCBL) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত