বানিয়াচংয়ে ৪০০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা

1226

Published on মে 28, 2020
  • Details Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে এবার ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

রবিবার (২৪ মে) সারাদিনব্যাপি বানিয়াচংয়ের ২, ৩ ও ৪নং ইউনিয়নের প্রায় ৪০০ টি পরিবারের মধ্যে এ ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের পুত্র।

ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। আমার বাবার আদর্শ বুকে ধারণ করে এই দুর্যোগের সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করি। নিজের সাধ্যমত ঈদ সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমি খুবই আনন্দিত।

তিনি আরও বলেন, এই করোনাকালে আমরা সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী যেন অসহায়দের পাশে দাঁড়াই।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত