১১ হাজারেরও বেশি পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

3290

Published on জুন 2, 2020
  • Details Image

করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। ব্যক্তিগত ও দলীয় অর্থায়নে ত্রান ও নগদ অর্থ সহায়তা পাওয়া সুবিধাভোগী পরিবারের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজারের বেশী।

মহামারী শুরুর দিকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় কীটনাশক ছিটানো দিয়ে শুরু এই কর্মযজ্ঞের। এরপর কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় অগ্রনী সংসদ চত্বরে জেলা যুবলীগের উদ্দ্যোগে ৫শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরন, কালিয়াকৈরে তৃণমূল কর্মীদের উৎসাহ যোগাতে কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ।

এছাড়াও কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া ইউনিয়নে জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ। উপজেলার কালামপুর এলাকায় কফিল উদ্দিনের বাসার ভাড়াটিয়া দৃষ্টি প্রতিবন্ধী আশিকুর রহমানের মতো অনেককেই দিয়েছেন জরুরী খাদ্য সহায়তা। মৌচাক নুরবাগ এলাকায় পাচঁ শতাধিক দিনমজুরদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ খাদ্য সমগ্রী বিতরণ, রোজায় এতিম অসহায় ও দুস্থ্য দুঃস্থ ৪শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সেলিম আজাদ।

ইতিমধ্যেই ১১,২৫০ জন সুবিধাভোগী পরিবারের কাছে ৪১ লাখ ২১ হাজার ৬২৫ টাকা মূল্যের সাহায্য পৌঁছেছে তার হাত ধরে। এ বিষয়ে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, “করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকেই সাধ্যমতো কাজ করে যাচ্ছি। ভাইরাস প্রতিরোধ কল্পে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দরীদ্র লোকজন যাতে খাদ্যভাবে না থাকে তার জন্য ব্যক্তিগত ও দলীয় উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় চাল, ডাল, আলু পিয়াজ, তেল, সাবানসহ ও যাতায়াত করচের জন্য নগদ টাকা বিতরন করেছি। রোজায় ইফতার দিয়েছি অসহায়দের, ধান কেটেছি কৃষকের। মানুষের পাশে থাকার এই চেষ্টা অবহ্যত আছে ও থাকবে।”

Live TV

আপনার জন্য প্রস্তাবিত