সোনাতলায় ২০০০ বন্যার্তকে ত্রাণ সহায়তা দিয়েছেন সাংসদ

1054

Published on জুলাই 24, 2020
  • Details Image

বগুড়ার সোনাতলায় মধুপুর, তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।

তিনি বলেন, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আগামী দিনে প্রয়াত জননেতা আব্দুল মান্নানের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে চাই।

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন ও পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্তর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, প্রকল্প বাসÍবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, রাজেন্দ্র প্রসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউনিয়বন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মন্ডল, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সুজন কুমার ঘোষ সহ আরো অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত