আম্পানে ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাতে আওয়ামীলীগ এর অক্সিজেন কনসেনট্রেটরসহ করোনা ভাইরাস প্রতিরোধক ত্রাণ সামগ্রী বিতরণ

1428

Published on জুলাই 24, 2020
  • Details Image
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। 

শুক্রবার ২৪ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ কার্যক্রমের অংশ হিসেবে সুপার সাইক্লোন আম্পান এ ক্ষতিগ্রস্ত উপজেলা সমুহ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের বিভিন্ন হাসপাতালে ৮টি বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই সেট, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে। এছাড়াও হাত ও মুখ প্রতিনিয়ত পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ফেসওয়াস, ক্রিম ও সান প্রটেক্টর বিতরণ করা হয়েছে।

এসময় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলা সমুহের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, কলারোয়া, খুলনার কয়রা ও পাইকগাছা, বাগেরহাটের শরনখোলায়, হাসপাতাল সমুহের মধ্যে সাতক্ষীরা জেনারেল হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, বরগুনা সদর হাসপাতাল, মোরেলগঞ্জ উপজেলা, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমুহের মধ্যে লালমনিরহাট, মানিকগঞ্জ, ও রাজবাড়ী জেলা।

এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে রেডজোনভুক্ত ও বন্যায় আক্তান্ত জেলাসমুহে অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিতরণ অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, অ্যাড. এ বি এম রিয়াজুল কবীর কাওছার, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম, আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, হাসিবুর রহমান বিজন, হারুন অর রশীদ, ডা. শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত