শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

1806

Published on জুলাই 28, 2020
  • Details Image

শেরপুরের নকলা উপজেলায় ৮নং চর অষ্টধর ইউনিয়নে বন্যায় পানি বন্দী মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন।
বুধবার (২২শে জুলাই) বিকেলে নকলা উপজেলা এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ৮ নং চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর আলম বন্যায় পানি বন্দি মানুষের জন্য শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রায় ৫৭৫ টি পরিবারকে ১০ কেজি চাল, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে নকলা উপজেলা প্রতিটি ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

এ সময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও নকলা উপজেলা নির্বাহী অফিসার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সরকারের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত