নড়িয়া-সখীপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী

1690

Published on জুলাই 28, 2020
  • Details Image
  • Details Image

শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে বন্যায় পানিবন্দী মানুষদের আওয়ামীলীগ ও তাঁর নিজের মায়ের নামে গড়া "বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন" পক্ষে ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম এমপি।

ত্রাণ বিতরণকালে তিনি  বলেন 'বন্যা পরিস্থিতিতে কোমর সমান / গলা সমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার পৌঁছে দেয়া হচ্ছে। নড়িয়া -সখিপুরে প্রতিদিন ১৫০০ করে শুকনা খাবার ছাত্রলীগের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে। তাছাড়া যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামীলীগের সকল সংগঠন বন্যা দুর্গত মানুষের সেবায় কাজ করছে। এই দুর্যোগে বন্যার্তদের জন্য সরকার ও দলের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।'

আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে এই ত্রাণ বিতরণ করা হয়।

দুর্গম চরাঞ্চলের কথা উল্লেখ করে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন 'চরাঞ্চলে যোগাযোগ এখন দুর্গম হলেও আমরা ট্রলারে যেয়ে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি। প্রতিদিনই আমাদের কোন না কোন ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। অতীতে সকল দুর্যোগেই আওয়ামীলীগ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।'

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, ভাইস চেয়ারম্যান জাকির বেপারি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত