শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচী

1133

Published on আগস্ট 5, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শেখ কামাল । মুক্তিযুদ্ধে তার বিশাল অবদান ছিল। ক্রীড়াক্ষেত্রে তার ভূমিকা, সঙ্গীতাঙ্গনে তার অবদান, এবং নাট্যাঙ্গনে অনবদ্য ভূমিকা রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে আবাহনী লিঃ এর সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ম, আবদুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জি,তাপস পাল, আবদুল আলিম,খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু,কৃষিবিদ মাহবুবুল হাসান, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক প্রমুখ।

এর পরে শেখ কামালের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ জয়ীতা প্রকাশনীর সহযোগিতায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শেখ কামালের কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী করে। শুভ উদ্বোধন করেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এন আই খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতা ম, আবদুর রাজ্জাক,খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু, আনোয়ারুল আজিম সাদেক, মোঃ ফায়সাল আহসান উল্যাহ প্রমুখ।

নেতৃবৃন্দ শেখ কামালের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর জীবনী অনুসরণ করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হবে।

সকাল ১০ টার পরে শেখ কামালের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিস্থলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতৃবৃন্দ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ নতুন প্রজন্ম কে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে শেখ কামালের বহুমাত্রিক প্রতিভা অনুসরণ করার আহবান জানান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ম, আবদুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস,খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু,কৃষিবিদ মাহবুবুল হাসান, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহায়তায় নীলফামারী জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দৈব দূর্বিপাকে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে ছিল এবং থাকবে। নেতৃবৃন্দ সকল স্তরের নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে থাকার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার,নাফিউল করিম নাফা,হারুন অর রশিদ,আবুল কালাম আজাদ, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল,নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত