করোনা চিকিৎসায় অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করলেন খুলনা-২ এর সাংসদ

1042

Published on আগস্ট 12, 2020
  • Details Image

খুলনায় লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় করোনা চিকিৎসায় ভোগান্তি বাড়ছে। অক্সিজেন সংকটে মুমূর্ষু রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসকদের।

তবে এ পরিস্থিতি সামাল দিতে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার খুলনার তিনটি সরকারি হাসপাতালে হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেন। এর মাধ্যমে জরুরি অবস্থায় রোগীদের অক্সিজেন সরবরাহ সম্ভব হবে।

খুলনা প্রেস ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত