জাতীয় শোক দিবসে নাটোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী পালন

875

Published on আগস্ট 16, 2020
  • Details Image

নানা আয়োজনে নাটোরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস। ১৫ই আগষ্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাটোর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, ০১ মিনিট নিরবতা পালন, সকল শহীদ স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। শনিবার সকালে নাটোর শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তালন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও রত্না আহমেদ।

এ সময় পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় নাটোর জেলা ও পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম, দোয়া-মোনাজাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযোদ্ধা ৭১ এর আয়োজনে নাটোর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া-মোনাজাত ও উন্নতমানের খাবার বিতরণ করা হয় অসাহায় মানুষের মাঝে। জাতীয় শোক দিবস উপলক্ষে এসএস সরকারি কলেজ, রানী ভবানী মহিলা কলেজ, নাটোর মহিলা কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলসহ আয়োজন করা হয় নানা কর্মসূচির। এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত