৭৫-এর খুনিদের পুনর্বাসন ও তৎকালীন সরকারের অপতৎপরতা নিয়ে ওয়েবিনার ১৯ আগস্ট

1255

Published on আগস্ট 18, 2020
  • Details Image

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার-পরিজনকে হত্যা করে ক্ষমতা দখল করে খন্দকার মোশতাকের নেতৃত্বাধীন ও জিয়াউর রহমানের মদদপুষ্ট স্বাধীনতাবিরোধীরা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যাতে বিচার করা না যায় সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খন্দকার মোশতাক আহমেদ। আর এই অধ্যাদেশকে সংবিধানে যুক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

 বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যায় জড়িতদের শুধু বিচারের আওতামুক্ত রাখাই নয়, পুরস্কৃতও করে ৭৫-পরবর্তী সরকারের নেতৃবৃন্দ। এই বিষয়ে আলোচনা করতে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ মানুষের কাছে তুলে ধরতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছে। ’৭৫-পরবর্তী বাংলাদেশঃ বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক এই পর্বটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট রাত ৮.৩০ মিনিটে। অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949) এবং ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd) সরাসরি দেখা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এই পর্বে আলোচক হিসেবে ZOOM এর মাধ্যমে যুক্ত হবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এমপি, গবেষক ও কলামিস্ট সৈয়দ বদরুল আহসান, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় RMIT'র শিক্ষক প্রফেসর শামস রহমান এবং লেখক ও গবেষক হাসান মোরশেদ।

অনুষ্ঠানটি আরো প্রচারিত হবে বিজয় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪ ও বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত