শিবচরে ৫৫০ পরিবারে সাবেক ইউপি চেয়ারম্যানের ত্রাণ সহায়তা

1003

Published on আগস্ট 23, 2020
  • Details Image

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনা, বন্যা ও নদী ভাঙন কবলিত অসহায় ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রব হাওলাদারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৫৫০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাহার বেপারী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ মাদবর, সন্ন্যাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আরও অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত