ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

2624

Published on সেপ্টেম্বর 30, 2020
  • Details Image
  • Details Image

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আজাদমোড় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের উদ্দ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে শতাধিক এতিম শিশুদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। এছাড়াও পাঁচপীর জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক বৃক্ষ রোপন করে পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার বাবার স্বপ্ন পূরণ করতে নিজের জীবন বাজি রেখে এ দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তার হাত ধরেই আজ উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। আগামী দিনেও তার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ। আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুক এবং নেক হায়াৎ দান করুক।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বিকেলে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউনিয়নের নিজ গ্রামে পালশা কমিউনিটি ক্লিনিক প্রঙ্গনে পেয়ারা গাছ রোপণ করেন ইসতিয়াক আহাম্মেদ সহ সভাপতি - বাংলাদেশ ছাত্রলীগ, ঘোড়াঘাট উপজেলা শাখা, দিনাজপুর। এসময় উপস্থিত ছিলেন আমাদের গ্রামের অহংকার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ কবি কফিল উদ্দিন আহমদ সরকার, ৪ নং পালশা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিয়ত হোসেন রুবেল ২ নং পালশা ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসাইন এ ছাড়াও আমার বাল্যশিক্ষা প্রতিষ্ঠান চৌড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ডুগডুগীহাট উচ্চ বিদ্যালয়ে পেয়ারা চারাগাছ রোপণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত