সারাদেশে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

3207

Published on অক্টোবর 12, 2020
  • Details Image

আজ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতা কর্মীরা। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির পাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সংগঠনের সভাপতি ফজলুল হক মন্টুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পরে, দেশ সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় নিয়ে শপথ বাক্য পাঠ করান হাবিবুর রহমান সিরাজ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে সীমিত পরিসরে পালিত হয় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

লক্ষ্মীপুরে  শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।  জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়।

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

বরিশালে আওয়ামী শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শ্রমিক লীগ’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক লীগ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।  সোমবার সকাল ১১টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্থানীয় আওয়ামী দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিরা হাওলাদার স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভায়

পাবনায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) প্রদীপ সাহা’র পরিচালনায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শামসুল হক টুকু এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে দিবসের শুভ সুচনা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন। 

বিয়ানীবাজারে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় পৌরশহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  সোমবার রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের কার্যালয়ে দোয়া ও কেক কাটা হয়।

জাতীয় শ্রমিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ। প্রথমে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করা হয়।

জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্টিত হয়।

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার সকালে আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

বরগুনার আমতলীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আমতলী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন মালাকারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শ্রমিক লীগের পতাকা উত্তোলন, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প¯স্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে আনন্দ র‌্যালী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার সকালে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। এর পরে ১১টার দিকে ব্যান্ড পার্টি ও বিভিন্ন স্লোগান দিতে দিতে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

লক্ষ্মীপুরের রায়পুরে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রায়পুর অডিটরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়।

রায়পুর শ্রমিক লীগের আহবায়ক মোহন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর আহবায়ক সোহান সর্দারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মানিকগঞ্জে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা শ্রমিক লীগের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড টার্মিনালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাঞ্ছারামপুর জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালন করেন নেতৃবৃন্দ।

‘বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও’- এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে ৫১তম জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলা-উপজেলায় সীমিত পরিসরে পালিত হয় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত