1678
Published on অক্টোবর 17, 2020গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে চান্দনা চৌরাস্তা এলাকায় সার্ট ভিও সেন্টারে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এস. এম. আলতাব হোসেন এবং পরিচালনা করেন যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ। সভায় গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সকল সদস্য, জেলার অন্তর্ভুক্ত প্রতিটি উপজেলা ও পৌরসভা যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে এবং জেলা যুবলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তিনি আরও বলেন, আমরা আগামী ১১ নভেম্বর গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে কাপাসিয়ায় যথাযথ মর্যাদায় ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করব।