পবা-মোহনপুরে দুর্গাপুজা উপলক্ষে সাংসদের ১০ হাজার নতুন কাপড় বিতরণ

1302

Published on অক্টোবর 24, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলার (পবা-মোহনপুর) উপজেলার দরিদ্র হিন্দু পরিবারের মাঝে পাঁচ হাজার শাড়ী, তিন হাজার ধুতি ও দুই হাজার ছোটদের পোশাক হিন্দু ধর্মালম্বীদের মাঝে বিতরণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

গত ২৩ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ টায় নওহাটা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের অসহায় দারিদ্র মানুষের মাঝে বস্তু বিতরণ করেন তিনি। মাননীয় সংসদ সদস্য তাঁর নিজস্ব তহবিল থেকে নতুন শাড়ি-কাপড় উপহার দিয়ে দরিদ্র এবং অসহায় হিন্দু পরিবারের মুখে হাসি ফুটান। উপহারের শাড়ি-কাপড় পেয়ে হতদরিদ্র বিভিন্ন বয়সী হিন্দু পরিবার গুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে।

উপহার পাওয়াদের একজন নওহাটা হিন্দু পাড়ার সবিতা রাণী সুত্র (৫২) গত দূর্গাপূজায় নতুন শাড়ি কিনতে পারেননি। তাই সেইবার পূজার সময় তার মনটা খারাপ ছিল। এবার নতুন শাড়ি পেয়েছেন সবিতা রাণী। তাই খুব খুশি তিনি। সবিতা রাণী সুত্রধর বলেন, ‘এইবার নতুন শাড়ি পইড়া মার সামনে যামু মায়ের আর্শিবাদ লমু`। শাড়ি পাইয়া মনটা ভালো হয়ে গেছে। আয়েন ভাই আমাদের সুখে - দুঃখে সব সময় ছিলো।ভগবান ভাইয়ের মঙ্গল কামনা করুক।

উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউছার আলী, হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আরএমপি পবা থানার অফিসার্স ইনচার্জ শেখ গোলাম মোস্তফা, নওহাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, পবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার সাহা, সাধারণ সম্পাদক কানাই কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক গুরুপদ সরকার প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত