কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাথে সিলেট জেলা ও সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

960

Published on নভেম্বর 18, 2020
  • Details Image

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাথে মত বিনিময় করেছে সিলেট জেলা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার ১৭ নভেম্বর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।  

প্রধান অতিথি হিসেবে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বক্তব্য রাখেন। তিনি বলেন বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ'র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম'র দিকনির্দেশনায় আমাদের পথচলা, ওয়ান ইলেভেনে অবৈধ সরকারের সময় জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ২১ আগষ্টের গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা কুদ্দুস পাটওয়ারী জীবন দিয়ে প্রমান করেছে স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ ভ্যানগার্ড। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম গ্রেনেডের স্প্রিন্টারে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছে! জননেত্রী শেখ হাসিনা তাঁর কর্মগুনে বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম। মহান সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনা কে বাঁচিয়ে রেখেছেন বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য। বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক স্বাধীনতা আর তাঁর রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন ধর্মীয় স্বাধীনতা। সকল নেতাকর্মী কে সেবার ব্রত নিয়ে মানুষের কাজ করার আহবান জানান। সংগঠন কে আরো গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসীম সাহসিকতার সাথে ভয়কে জয় করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে স্বেচ্ছাসেবক লীগের উল্লেখযোগ্য কাজের বিবরণ তুলে ধরেছেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। যার ফলে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির যেকোন প্রয়োজনে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল ভবিষ্যতে ও থাকবে। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ সঞ্চালনায় ছিলেন জালাল উদ্দীন আহমেদ।

দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাথে মতবিনিময় সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত