বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রংপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ

1202

Published on ডিসেম্বর 6, 2020
  • Details Image

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীর মতো সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সেইসঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি তোলেন প্রতিবাদকারীরা।

এর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার বিক্ষোভ কর্মসূচিটি দলীয় কার্যালয় থেকে মূল সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ করেন। উপস্থিত নেতৃবৃন্দ মৌলবাদ জঙ্গি গোষ্ঠীকে হুশিয়ারি দিয়ে বক্তব্য প্রদান করে কর্মসূচী শেষ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন,মাজেদ আলী বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম,দপ্তর সম্পাদক আমিন সরকার,প্রচার ও প্রকাশনা সম্পূর্ণ লতিফা শওকত,মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা জামান ববি,তথ্য গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু তালহা বিপ্লব, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, স্বাস্থ্য জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ,মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা চৈতী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত