বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

765

Published on ডিসেম্বর 6, 2020
  • Details Image

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীর মতো সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সেইসঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি তোলেন প্রতিবাদকারীরা।

এর অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, জঙ্গী মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সহ-সভাপতি ইব্রাহীম খলিল বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ সহস্রাধিক নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত