হিজলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

2470

Published on ডিসেম্বর 17, 2020
  • Details Image

হিজলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। গত বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সেই শুভক্ষণের ৪৯তম বার্ষিকী। সেই সঙ্গে গর্বময় এক বিষাদের সঙ্গে স্মরণ করা হয়, লাল-সবুজের এই পতাকার জন্য প্রাণ দেওয়া লাখো শহীদদেরকে। মহান বিজয় দিবস-২০ উপলক্ষে হিজলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিজয় র‍্যালীতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. আফজালুল করিম এবং হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাং, যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু,সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু সিকদার,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হীরন হাং,উপজেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক সেলিনা ইসলাম তুহিন, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান,ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, কৃষকলীগের উপজেলা সভাপতি গোলাৃ মহিউদ্দিন মিন্টু,জাতিয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার মোঃ ইব্রাহিম, অন্যান্য নেতৃবৃন্দ।

সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, শ্রদ্ধা ভরে স্মরণ করছি রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছেন প্রাণ। বরিশাল-৪ নির্বাচনী আসনের সকল জনগণসহ সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা এবং দেশ প্রেম। সভাপতি সকলকে বিজয়ি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত