রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1275

Published on ডিসেম্বর 18, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সদস্য সাহাবুদ্দিন ফরাজী। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভায় এস. এম কামাল হোসেন বলেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন। তিনি দূর্নীতি দমনে আপোষহীন ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম ও সততার জন্য তিনি বিশ্বের দ্বিতীয় আস্থাশীল প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের কথা নয়, এটি আন্তর্জাতিক গবেষণার সংস্থার কথা। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কখনও অন্যায়কে মেনে নেয় নি। তিনি সকল প্রকারের অন্যায়কে কঠোর ভাবে দমন করেছেন। ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছেন। আমরা আশাবাদী বাকি যুদ্ধাপরাধী সহ সকল মৌলবাদী ও পাকিস্থানী এজেন্টদের শিকড় এদেশ থেকে উপড়ে ফেলবেন।

মোঃ ডাবলু সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদী সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো গোষ্ঠির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আমরা দূর্বার আন্দোলন করতে প্রস্তুত। বিশ্বনেত্রী হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে একটি মর্র্যাদার আসনে উন্নীত করেছেন।

সভায় দলের ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত