যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরন

907

Published on ফেব্রুয়ারি 13, 2021
  • Details Image

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব-দুঃখী শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হচ্ছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম

প্রত্যেক বছরের ন্যায় এবারো যশোর সদর উপজেলাধীন ১৫টি ইউনিয়ন ও ২৫৭ গ্রামে অবিরাম শীত নিবারনের জন্য কম্বল বিতরনে অদ্য কাসিমপুর ইউনিয়নের ৬ শতাধিক সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরন করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর নতুন বাজারে ৪ শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সব সময় অসহায় মানুষের কষ্ট লাগবে নিজেকে নিবেদিত রেখেছেন। শীতে মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। শীতে যেন কোনো মানুষের কষ্ট করতে না হয়। এ কথা চিন্তা করে দুঃস্থ শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দিচ্ছেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের ২৫৭টি গ্রামে কম্বল বিরনের ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি  নরেন্দ্রপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত শীতার্ত ঋষিদের মাঝে ১০০ কম্বল বিতরন করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত