আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ

1665

Published on জানুয়ারি 18, 2021
  • Details Image

আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে এই উপ-কমিটিতে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (১৭ জানুয়ারি) এই কমিটির অনুমোদন দেন।

এই উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে তিনজনকে। তারা হলেন— ড. আব্দুল মোমিন, ড. শামস রহমান ও ড. মো. মহিউদ্দিন।

৫৬ সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) মুহম্মদ ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন, সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ, ডা. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, অ্যাম্বাসেডর সৈয়দ শাহেদ রেজা, শাহাব আহমেদ, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, খান মাইনুল ইসলাম মুস্তাক, তারিক হাসান সৌমি, জাফর সাদিক বিপ্লব, তরুণ কান্তি দাস, শেখ আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার ইমরানুল কবির, ব্যারিস্টার ইমরানুল হাই, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, শাহরিন তিলোত্তমা শ্রাবণ, ফাইয়াজুল হক রাজু, শিখা বোস, নারায়ণ সাহা মনি, মো. এনায়েতুল্লাহ তুষার, রায়হান শাকিব, গোলাম ফরিদ আহমেদ, শারমীন সুলতানা লিলি, ফায়রুজ চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ মনির, সুমনা করীম, সিলভিয়া পারভীন লেনী, সুরুজ আলম, সুমন কুন্ডু, কামাল মোহাম্মদ নাসের (রুবেল), আসাদুজ্জামান নাদিম, মোহাম্মদ রুহুল আমিন, শেখ মমিন, জসিম উদ্দিন আকন্দ রনি, কান্তারা খান, নেহরীন মোস্তফা, প্রতীক চক্রবর্তী, ফাহিমা চৌধুরী মনি, সোয়াত আকশির মুজিব ওয়াসি, আয়ুব আলী, জিয়াউল হক শিমুল, ফাহাদ ইউসুফ হোসাইন, খালেদ মাসুদ আহমেদ ও আব্দুল মজিদ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত