1048
Published on ফেব্রুয়ারি 1, 2021যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল এবং শিশুদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরন করা হয়েছে।
যশোর সদর উপজেলাধীন ১৫ টি ইউনিয়নের ২৫৭ টি গ্রামে প্রতি বছরের ন্যায় এবারো ধারাবাহিক কম্বল বিতরনের আজ ফতেপুর ইউনিয়নের ৩০০ শত প্রতিবন্ধী বিধবা ও সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ত্বার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কোরআনের হাফেজদের মাঝে ৫০ টি পবিত্র কোরআন শরিফ প্রদান করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।