হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি

1034

Published on মার্চ 28, 2021
  • Details Image

হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। নগর আওয়ামী লীগ ‘নাশকতা-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ’ শীর্ষক সমাবেশ আয়োজন করে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ। নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের নিচে সমাবেশ করে নগর আওয়ামী লীগ।

সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘ইসলামের হেফাজতের নামে একটি মুখোশধারী চক্রের আর্বিভাব হয়েছে। তারা আসলে ইসলামের হেফাজত করছে না, পাকিস্তানের হেফাজত করতে চায়। এই পাকিস্তানপন্থীদের দুর্গ ভেঙে দিতে হবে।’

সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘শ্রীলঙ্কায় মুসলিম নিধন হয়েছে। সেই দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ এলে, অথচ টুঁ শব্দ নেই। আর ভারত আমাদের মিত্র দেশ, মুক্তিযুদ্ধের প্রধান সহযোগী, আমাদের রণাঙ্গনের সহযোদ্ধা। সেই ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশের স্বাধীনতা দিবসে আগুন জ্বালিয়েছে। প্রমাণ করছে তারা বাংলাদেশ মুছে দিতে চায়।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ।

একইভাবে নগরীর বহদ্দারহাট ও অক্সিজেন মোড়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সকাল থেকে অবস্থান নেয়। নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ সারাবাংলাকে জানিয়েছেন, কাজীর দেউরি মোড়, ওয়াসার মোড়, দেওয়ানহাট মোড়সহ নগরীর কমপক্ষে ৩০টি স্পটে যুবলীগের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছেন।

বিভিন্ন সমাবেশে উপস্থিত হয়ে ফরিদ মাহমুদ বলেন, ‘মৌলবাদীরা সবসময় ষড়যন্ত্রকারীদের ঢাল হিসেবে ব্যবহার হয়ে আসছে। এরা কখনো জঙ্গি, কখনো তালেবান, কখনো আল কায়েদা, আবার কখনো ধর্মীয় রাজনীতির লেবাস নিয়ে আবির্ভুত হয়। এদের কোন জনসম্পৃক্ততা নেই। বিপ্লবের তীর্থস্থান চট্টগ্রামে এদের প্রতিরোধ করতে হবে।‘

নগর যুবলীগ সাবেক সহসভাপতি সুরথ কুমার চৌধুরী, সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, জহির উদ্দিন সুমন, রহিম দাদ খান বাদশা, দেলোয়ার হোসেন সুমন সমাবেশে ছিলেন। বিকেলে যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন থানায় মোটর সাইকেল নিয়ে হরতাল বিরোধী মহড়া দেন।

এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ রোববার সকাল ১০টায় নগরীর দারুল ফজল মার্কেট চত্বর থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মিছিলটি দারুল ফজল মার্কেট থেকে নিউমার্কেট, কোতোয়ালী মোড় ঘুরে রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়।

এ কর্মসূচিতে নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত কচি, নাঈম রহমান, জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম মানিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাকারিয়া দস্তগীর জানিয়েছেন, নগরীর প্রত্যেক থানায় গুরুত্বপূর্ণ স্পটে স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ হয়েছে।

এদিকে ‘চট্টগ্রাম নাগরিক কমিটির’ ব্যানারে নগরীর জিইসি মোড়ে হরতাল বিরোধী সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে সমাবেশে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু বলেন, ‘ইসলামের লেবাসধারী হেফাজত বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে হামলা করে আগুন লাগিয়েছে, হাটহাজারী থানায় হামলা করে পুলিশকে আহত করেছে। সড়কে দেওয়াল তুলে দিয়ে মানুষের দূর্ভোগ সৃষ্টি করেছে। রেলপথ বন্ধ করে দিয়েছে। স্টেশনে আগুন দিয়েছে। অনেক হয়েছে, চট্টগ্রামে আমরা এ জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম কোনোভাবেই আর বরদাশত করব না।’

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস উদ্দীন, শওকত আলম, মো. আলাউদ্দিন, রফিকুল আলম রুবু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহসভাপতি ইয়াসিন আরাফাত কচি, যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক উপপ্রচার সম্পাদক এম এ হালিম মিতু।

এদিকে হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে সরকারি হাজী ‍মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ রোববার দুপুরে মিছিল-সমাবেশ করেছে। কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে এবং মায়মুন উদ্দীন মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ডাকা হরতাল জনগণ প্রত্যাখান করেছে। তারা যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে চট্টগ্রামে ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।

মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রুপম সরকার, হারুন অর রশীদ, এম ইউ সোহেল, আহাদ হাসান জিসান, এম এ মনির চৌধুরী, তাওহিদুল হক কায়ছার, নাজিম উদ্দীন, আবির উদ্দীন,ইমরান হোসেন ইমন, সাদ্দাম হোসাইন, মাঈনুল হোসেন, ফারহান উদ্দীন খান, আব্দুল্লাহ মাহমুদ, মো. ফয়সাল, মো. সাকিব, যুবরাজ দাশ, সাইফুল ইসলাম, আবির হোসাইন, আব্দুস সোবহান, আরিফুল ইসলাম, আনিস মাহমুদ, ওয়াহিদুল ইসলাম, হোসাইন ইমতিয়াজ, সোহেল তানভির, খান সামাদ, আনিসুল হক, আব্দুল্লাহ্ধসঢ়; আল আসিফ, আবরার নাঈম, আহমেদ মনির এতে বক্তব্য রাখেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত