ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির মনিটরিং সেল

1446

Published on মে 24, 2021
  • Details Image

বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ক্ষমতাশীন আওয়ামী লীগ একটি সাংবক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক তথ্য এই সেলের সদস্যদের জানানোর আহ্বান জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬০৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৬৫০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘ইয়াস’৷ এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এমতাবস্থায় ‘ইয়াস ‘ এর গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করে এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেলে ১৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

মনিটরিং সেলের সদস্যরা হলেন ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুল রহমান মাইনু, মো. হারুন-অর রশীদ, মো. মাহবুব রশীদ, মো. মিজানুর রহমান, মো. আব্দুল বারেক, আকাশ জয়ন্ত গোপ, বেলাল মোহাম্মদ নুরী, আমিনুর রশীদ লিটন, অরিন্দম হালদার, গোপাল সরকার, আব্দুল্লাহ আল মাসুম, খালিদ হোসাইন খান বিপু।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত