নাটোর সদর হাসপাতালে করোনা ইউনিট ৫০ শয্যায় উন্নীত

576

Published on জুন 13, 2021
  • Details Image

নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় এ ইউনিটের বর্ধিত শয্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সারা বিশ্বের অনেক উন্নত দেশ করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। কিন্তু আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা সংক্রমণ পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করা হচ্ছে। জনবান্ধব বর্তমান সরকার চিকিৎসা সেবাসহ জনসাধারণের যে কোন সমস্যা বা সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকবে।

সংসদ সদস্য শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি প্রদত্ত তিনটি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষসহ হাসপাতালে আগত চিকিৎসাসেবা গ্রহীতাদের মাঝে উন্নতমানের মাস্কও বিতরণ করেন।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিমল কুমার রায়, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও নাটোর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত