ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

1258

Published on জুন 19, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আজ ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ, গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলা এবং গতকাল ১৬ জুন বুধবার সন্ধ্যায় ভালুকা, ত্রিশাল ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বিদ্যমান সাংগঠনিক অবস্থা পর্যালোচনা এবং করণীয় সম্পর্কিত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং দলীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুছ ছাত্তার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, ভালুকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রেজা আলী, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ারুল আবেদীন খান এমপি, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কে এম খালিদ বাবু এমপি, মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, মনিরা সুলতানা মনি এমপি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আগামী সেপ্টেম্বর-২০২১ মাসের মধ্যে উল্লেখিত ৬টি উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে বিদ্যমান সকল সাংগঠনিক সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ময়মনসিংহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলা ও উপজেলা আওয়ামী লীগসমূহকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংগঠনিক শাখায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকল সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশানসূমহ ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৭ জুন ২০২১

Live TV

আপনার জন্য প্রস্তাবিত