কারখানায় অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

604

Published on জুলাই 10, 2021
  • Details Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (১০ জুলাই) সকালে বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তিনি।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়টি মনিটর করছেন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের প্রতি গভীর শোক ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণের কাজ শেষ প্রান্তে, দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল। একইসঙ্গে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজও এগিয়ে চলছে। তিনি আরও বলেন, মাতার বাড়ি প্রজেক্ট, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চারলেনের মহাসড়ক ও বিআরটিসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশে এখন মাথা পিছু আয় দুই হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৪৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

এতসব উন্নয়ন একটি দল দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের গাত্রদাহ হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পান। বিশ্ব এখন করোনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ, জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার উচ্চমাত্রা পেয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত