নড়াইল জেলা আওয়ামী লীগের করোনা মোকাবেলায় মাশরাফীর জাতীয় সংসদের সম্মানী

905

Published on জুলাই 16, 2021
  • Details Image

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল জেলা আওয়ামী লীগের কোভিড-১৯ সুরক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম গতিশীল করতে মহান জাতীয় সংসদ থেকে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত তাঁর একমাসের সম্মানীর সমপরিমাণ অর্থ ১,৭৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.ফজলুর রহমান জিন্নাহ,সদর পৌর মেয়র আঞ্জুমান আরা,মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা,সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম,দপ্তর সম্পাদক ইঞ্জিঃ খসরুল আলম পলাশ, অর্থ সম্পাদক ইলিয়াস চৌধুরী'সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এবিষয়ে মাশরাফী বিন মোর্ত্তজা এমপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সৌমেন বসু সদস্য জানান, মাননীয় সাংসদ জাতীয় সংসদ থেকে প্রতিমাসে প্রাপ্ত সম্মানীর অর্থ এলাকার দরিদ্র মানুষকে সাহায্য,সামাজিক কর্মকাণ্ড, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিপদে পাশে থাকাসহ সংগঠনের কর্মকাণ্ডে ব্যয় করেন।

এসময় সৌমেন বসু আরো বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত আড়াই বছরে মাননীয় সাংসদ তাঁর সংসদ থেকে প্রাপ্ত সম্মানী ছাড়াও ক্রিকেটাঙ্গন থেকে উপার্জিত ব্যক্তিগত অর্থ থেকে ২ কোটি টাকা জনসেবায় ব্যয় করেছেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.সুবাস চন্দ্র বোস বলেন,নড়াইল জেলা আওয়ামী লীগ করোনা কালে জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।জেলা আওয়ামী লীগের মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তিনি সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজাকে ধন্যবাদ জানিয়ে বলেন,করোনার শুরু থেকেই তিনি নড়াইলের মানুষের জন্য কাজ করছেন।যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এক সাক্ষাতকারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু বলেন,নড়াইল জেলা আওয়ামী লীগ কোভিড-১৯ সুরক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ,অ্যাম্বুলেন্স সেবা,বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করলে যাবতীয় সেবা দিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর যে আহবান জানিয়েছেন, এটি তারই নিদর্শন বলে জানান সদর উপজেলা পরিষদের এই চেয়ারম্যান। এই কার্যক্রমে ১৩০০ স্বেচ্ছাসেবক নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম জানান, মাননীয় সংসদ সদস্য এই সপ্তাহের শুরুতেই প্রয়াত মেয়র শ্রমিকনেতা জাহাঙ্গীর বিশ্বাসের স্মরণে নড়াইলের ২০০ জন বাস শ্রমিককে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। এভাবে তিনি নিয়মিত সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থাকছেন। আবার এই সপ্তাহেই তিনি তাঁর সম্মানীর টাকা তুলে দিলেন জেলা আওয়ামী লীগের মানবিক কর্মকাণ্ডে।

নড়াইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ খসরুল আলম পলাশ জানান,জেলা আওয়ামী লীগের নিজস্ব ব্যাংক একাউন্ট না থাকায় ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে দপ্তর সম্পাদকের ব্যক্তিগত একাউন্টে অনুদানের চেক পাঠান। যে চেকের অর্থ ইতোমধ্যে উত্তোলন করে সুরক্ষা কার্যক্রমের তহবিলে যুক্ত করা হয়েছে।আর আজ ওই চেকের কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।

এদিকে,সংসদ সদস্যের ব্যক্তিগত সম্মানীর সম্পূর্ণ অর্থ নিয়মিত জনগণের কল্যাণে ব্যয় করার এমন ঘটনাকে সারাদেশে একটি নতুন ও অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সমাজের সচেতন মহল।

উল্লেখ্য,সারাদেশের মতো নড়াইলে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নড়াইল জেলা আওয়ামী লীগ ও এর অন্তর্গত অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে ৩০ জুন, ২০২০ তারিখে নড়াইল জেলা আওয়ামী লীগ কোভিড-১৯ বিষয়ক জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা টিম গঠন করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত