পাবনায় চালু হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

678

Published on জুলাই 19, 2021
  • Details Image

করোনা পরিস্থিতি দিনদিন অবনতি হলেও একটি পিসিআর মেশিন পায়নি পাবনাবাসী। অবশেষে নমুনা পরীায় চরম ভোগান্তির অবসান হতে যাচ্ছে। মেডিকেল কলেজ ভবনে ল্যাব নির্মাণের ৯৫ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কিট এলেই চালু করা যাবে ল্যাবটি। বিষয়টি জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি।

রবিবার (১৮ জুলাই) দুপুর ২টায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে পিসিআর মেশিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

পাবনাবাসীকে সু-সংবাদ দিয়ে এমপি জানান, জেলার সব শ্রেণি পেশার মানুষদের দৈর্ঘ্যদিনের দাবি ছিল একটি পিসিআর মেশিন স্থাপন করানোর। ইতোমধ্যে সেটি আমরা নিয়ে আসছি, এর কাজও প্রায় সম্পন্ন হয়েছে। কিছু যন্ত্রাংশ, কিট ও টেকনিশিয়ান এলেই চালু হবে করোনা পরীক্ষার ল্যাব। সকল শ্রেণী পেশার মানুষই এখানে টেষ্ট করাতে পারবেন। দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষদেরও।

এমপি বলেন, শুধু লকডাউন দিয়েই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। ব্যাক্তিগত সচেতনতাই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সারাবিশ্ব আজ এক কান্তিকাল সময় অতিক্রম করছে বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শুধু জনগণের মধ্যে একটু বাড়তি সতর্কতা আসলেই আমরা সুস্থ্য থাকতে পারব। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাট-বাজার বা রাস্তাঘাটে চলাচল করার আহবান জানান।

পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. বুলবুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদফতর থেক আমাদের এখানে একটি আরটি পিসিআর ল্যাব দিয়েছেন। সেটি আমাদের কলেজ ভবনে স্থাপন করেছি। সব কাজই প্রায় শেষ অল্প একটু কাজ বাকি আছে সেটি হলেই আমাদের এখানে পিসিআর ল্যাব চালু হয়ে যাবে।

তিনি আরও জানান, তার চাকুরিকাল আর মাত্র ৪ মাস রয়েছে। তিনি চান পাবনাবাসীর জন্য অন্তত ল্যাবটি চালু করে দিয়ে যেতে। যন্ত্রপাতি ছাড়াও প্রয়োজনীয় কিট এবং ল্যাবের জন্য প্রয়োজনীয় জনবল এলেই এখানে নিজেদের মত করে করোনা পরীক্ষা করানো যাবে।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাফিকুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. জাহেদী হাসান রুমী, ডা. আহমদ তাউস, ডা. শাহিন ফেরদৌস শানু, ডা. বিপ্লব কুমার সাহা, ডা. রুহুল কুদ্দুস, ডা. মাসুদুর রহমান প্রিন্স, ডা. হাবিবুল্লাহ, ডা. শারমিন সবনম, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, পামেক ছাত্রলীগের সভাপতি ডা. মাহফুজ নয়ন প্রমূখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত