মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের উদ্যোগে ফ্রী ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম

889

Published on আগস্ট 3, 2021
  • Details Image

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রী কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের প্রথম দিনে ১লা আগষ্ট রোববার ০৭ নং তালিমপুর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে দিনব্যাপী ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জানান, গণজমায়েত এড়িয়ে চলার জন্য ছাত্রলীগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা দানের কার্ড তাদের হাতে পৌছে দিচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে এবং তার পাশাপাশি প্রতিনিয়ত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বড়লেখা উপজেলা ছাত্রলীগ।

এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ বলেন, মহামারী করোনা প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই, সরকার যেখানে দ্রুত টিকাদানের ব্যবস্থা করেছে, সেখানে অনলাইনে টিকা নিবন্ধন গ্রামের মানুষদের জন্য অনেকটা জটিল হয়ে পড়ছে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে টিকা দানের কার্যক্রম শুরু করবে সরকার। তাদের এই সমস্যা থেকে নিস্কৃতি দিতে বর্তমান এই মহামারী সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখা।

এছাড়াও করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিতে ও ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রলীগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত