বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

954

Published on আগস্ট 4, 2021
  • Details Image

বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে মোটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। 

চলমান কঠোর লকডাউনে মোটর শ্রমিক ভাইরা এখন ঘরবন্দী। এই সকল শ্রমজীবীদের কোন বিকল্প আয়ের উৎস নেই। পরিবার-পরিজন নিয়ে তাদের জীবন ভীষণ কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের ঘরে পর্যাপ্ত খাদ্য সামগ্রী নেই। এই সংকটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমজুর ও কর্মহীন মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে ডাবলু সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনার শুরু থেকেই আমি ব্যক্তিগত ভাবে যেভাবে পারছি নগরীতে বসবাসরত অসহায়, দিনমুজুর ও কর্মহীন মানুষদের সহযোগীতা করে আসছি। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে দুই শতাধিক মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোঃ ডাবলু সরকার।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার স্মৃতি চারণ করে ডাবলু সরকার বলেন, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। শেখ কামাল ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের সাহসী রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে ডাবলু সরকার আরো বলেন, রাজনীতির ক্ষেত্রে শেখ কামাল সাহসী ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, ছয় দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তারপরে দেশে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, গণঅভ্যুত্থান হয়েছিল প্রতিটি সংগ্রামে শেখ কামালের অনবদ্য ভূমিকা ছিলো। আমি শেখ কামালের শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ৫০০ গ্রাম তেল দেয়া হয়। এসময় মোটর শ্রমিকেরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারের সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ও ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহম্মেদ, সদস্য ও ২১ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ১২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, আ’লীগ নেতা গৌতম দাস প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত