কুমিল্লার দেবিদ্বারে সাংসদের উদ্যোগে ৩০ বেডের আইসোলেশন সেন্টার

627

Published on আগস্ট 7, 2021
  • Details Image

কুমিল্লার দেবিদ্বারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ব্যতিক্রমী নানা উদ্যোগে আশার আলো দেখছে করোনায় আক্রান্তরা। তরুণ এ সংসদ সদস্য দেবিদ্বারে করোনায় বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে বেশ কিছু মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

শুক্রবার বিকালে উপজেলা সদরে ৩০ বেডের একটি আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন তিনি। এমপির নিজস্ব উদ্যোগে করোনা রোগীদের সব সুবিধা সম্পন্ন এ আইসোলেশন সেন্টার চালু করা হয়। করোনার বিপর্যস্ত মুহূর্তে বিনামূল্যে এমন স্বাস্থ্য সেবার ব্যবস্থা করায় এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি বিরাজ করছে।

জানা যায়, দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুতে দেবিদ্বারে হট নাম্বারে ফোন কলের মাধ্যমে করোনায় বিপর্যস্তদের চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণ করে সারাদেশে আলোচিত হন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। তিনি করোনায় বিপর্যস্তদের মানবিক সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য কুমিল্লা উত্তর জেলা এবং দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সব ইউনিটের সমন্বয়ে হ্যালো ছাত্রলীগ টিম গঠন করেন। পরে একই সময় হ্যালো স্বেচ্ছাসেবক লীগ টিমও গঠন করা হয়।

দুটি সংগঠনের প্রায় পাঁচ শতাধিক উদীয়মান কর্মী এ উপজেলায় করোনায় আক্রান্ত এবং বিপর্যস্তদের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এমপি রাজীর নির্দেশে করোনায় আক্রান্তদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা, হাসপাতালে ভর্তি, চিকিৎসা সেবা প্রদান, খাদ্য সামগ্রী বিতরণের মত কাজ গুলো করে যাচ্ছে দুই টিমের সদস্যরা।

শুক্রবার তিনি ৩০ বেডের আইসোলেশন সেন্টার চালু করেন। এতে ১৪০টি অক্সিজেন সিলিন্ডার, ৫জন চিকিৎসক, ২০জন স্বাস্থ্য কর্মী, অর্ধশতাধিক সেচ্ছাসেবী করোনা রোগীদের সব প্রকার চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  ইকবাল হোসেন রুবেল, পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ।

পরে এমপি রাজী দেবিদ্বারের জনসাধারণের মাঝে পাঁচ হাজার মাস্ক, এবং চিকিৎসকসহ ফ্রন্ট ফাইটারদের জন্য ৫শ’ কেএন ৯৫ মাস্ক বিতরণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত