সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

1312

Published on আগস্ট 8, 2021
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী এবং সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগষ্ট) বাদ যোহর শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা জসিম উদ্দিন।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। 

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সহ দোয়া মাহফিল ও শিরনী বিতরণে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মোঃ সানাওর, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,এমরুল হাসান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী,আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ। 

তাছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলী হোসেন আলম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ জুনেদ আহমদ শওকত, হাজী মোঃ ছিদ্দেক আলী, সালাউদ্দিন বক্স সালাই, মুফতি আব্দুল খাবির, জায়েদ আহমদ খাঁন  সায়েক, এডভোকেট মোস্তফা দিলওয়ার আজহার, মানিক মিয়া, শেখ সোহেল আহমদ কবির সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত