806
Published on আগস্ট 18, 2021বুধবার (১৮ আগস্ট ) বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধু দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা এবং করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রীর বিতরণ কর্মসূচি থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কলসেনট্টেটর ও অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যাডসেনিটাইজার, জীবাণুনাশক সাবান ও করোনা সুরক্ষা সামগ্রী।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অবঃ) ফারুক খান, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনিবার্হী সদস্য মারুফা আক্তার পপি।
ত্রাণ উপকমিটির সদস্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ডা: হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, আমিনুল ইসলাম খান আবু, হারুনুর রশিদ, মিজানুর রহমান, আব্দুল বারেক, মাহবুবুর রশিদ, আকাশ জয়ন্ত গোপ, সফিক বাবু, শাহ মো. আলমগীর, মাসুদ রানা, আবুল কাশেম সিমান্ত, নুরী বেলাল,শেখ আতিকুর রহমান সুমন, নুরুল হক সজিব, সুজন শর্মা, কপিল চন্দ্র রায়, দেবাশীষ আইচ, নারায়ণ দেবনাথ, আব্দুল্লাহ মাসুম, ইদ্রিস মল্লিক, শরীফ হোসেন পাটোয়ারী, শওকত হোসেন খান মণির, সাইফুল ইসলাম সাইফ, লায়ন নুরুন্নবী কামাল, ড. সুবোধ চন্দ্র দেব নাথ,ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর, সাইফুল ইসলাম শুভ, ড.আতাউর রহমান, মো. শাখাওয়াত হোসেন, মোজাম্মেল হক, মিজানুর রহমান খান বিদ্যুৎ, হাবিবুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, ড. প্রফেসর রফিকুল ইসলাম, মোস্তফা কামান, ইমরান সোনার, মো. ইউসুফ দেওয়ান সজিব বাবু, পল্লব কুমার সিংহ, অন্যরা।
যেসব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে সেগুলো হলো, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, লালামনির হাট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতাল, শহীদ আবু নাসের মেডিকেল কলেজ হাসপাতাল,বরিশাল স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, আগৈলঝড়া স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেদিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গঙ্গাচড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়গঞ্জের আড়াইহাজার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রোকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, হাটাজারীর চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স,বাংলাদেশের মেডিকেল এসোসিয়েশন, কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসা পরিষদ।