'মেহেরপুরে করোনায় মৃত্যু' মধ্যরাতে লাশ দাফনে ছাত্রলীগ এর কোভিড (১৯) সেচ্ছাসেবক ইউনিট

1705

Published on আগস্ট 21, 2021
  • Details Image

করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনে অনেক সময় স্বজন ও প্রতিবেশীদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। বিষয়টি অনুধাবন করে গত বছর থেকে করোনায় মৃত ব্যক্তিদের দাফন বা সৎকার করে আসছে মেহেরপুর জেলা কোভিড (১৯) সেচ্ছাসেবক ইউনিটের সদস্যরা। যেখানে মৃত বাবা-মার লাশের পাশে সন্তান থাকে না সে সময়ে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছে মেহেরপুর জেলা ছাত্রলীগের কোভিড(১৯) সেচ্ছাসেবক ইউনিট।

সেচ্ছাসেবক ইউনিটের আহ্বায়ক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল জানান, গতকাল রবিবার রাত ১১ টার দিকে আমাদের মেহেরপুর জেলা কোভিড(১৯) সেচ্ছাসেবক ইউনিটের কাছে ফোন আসে আমরা জানতে পারি, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাহজি পাড়ায় করোনা পজিটিভ হয়ে মাহফুজুর রহমান (কচি) নামে একজনের মৃত্যু হয়েছে, মৃতের লাশ দাফনে পরিবার ও আত্মীয় স্বজনরা কেউ এগিয়ে না আসলে রাত ১১ টার দিকে মেহেরপুর জেলা কোভিড (১৯) সেচ্ছাসেবক ইউনিটের সদস্যরা মৃতের লাশ দাফন কার্য সম্পন্ন করার জন্য ঘটনা স্থলে যান এবং মৃতের লাশ গোসল, জানাযা সহ রাত ২ টার পরে দাফন কার্য সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের (কোভিড ১৯) , সেচ্ছাসেবক ইউনিটের সদস্য সচিব ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বল , মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি মো ইউসুফ আলী , পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম মোহন , জেলা ছাত্রলীগের সহসম্পাদক, ও ছাত্র লীগে নেতা ফাহিম আহাম্মেদ ।

এসময় মৃতের জানাযায় (কোভিড ১৯) সেচ্ছাসেবক ইউনিটের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা গাংনী পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল উপস্থিত সকলের উদ্দেশে বলেন, এই কঠিন ক্লান্তি লগ্নে ফ্রী অক্সিজেন সিলিন্ডার, ফ্রী এম্বুলেন্স সার্ভিস, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, ঔষধ সহায়তা সহ করোনায় মৃত্যু বা করোনা রোগীর যেকোনো সমস্যায় পাশে থাকবে মেহেরপুর জেলা (কোভিড ১৯) সেচ্ছাসেবক ইউনিট।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত