নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

644

Published on সেপ্টেম্বর 15, 2021
  • Details Image

দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল। সোমবার বিকালে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় নাদেল আরো বলেন, দলের মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তাকে বিদ্রোহী প্রার্থী বলা যাবে না। তিনি দলের নির্দেশনা অমান্যকারী হিসেবে বিবেচিত হবেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নেত্রকোনা সদর উপজেলা এবং নেত্রকোনা পৌরসভার সম্মেলন সম্পন্ন করতে হবে। নিদিষ্ট সময়ের মধ্যে সম্মেলনে ব্যর্থ হলে কেন্দ্র থেকে কমিটি দেয়া হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বজলুল কাদের শাজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম খান পাঠান বিমলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কার্যানির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রমুখ।

সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের শ্রম ও যুব বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সুজন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রেজাউল হাফিজ রেশিম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত