কৃষক- শ্রমিকদের অভিযোগ ও পরামর্শ শুনলেন সাংসদ, আশু প্রতিকারের প্রতিশ্রুতি

1609

Published on সেপ্টেম্বর 26, 2021
  • Details Image

শামিয়ানা টাঙানো মাঠজুড়ে সারি সারি চেয়ার। সেখানে বসা কৃষক, শ্রমিক, জেলেসহ নানা পেশার হাজারো মানুষ। এখানে নেই কোনো মঞ্চ, যেই হাত তুলছেন, সংসদ সদস্য নিজেই যাচ্ছেন তার কাছে। দাবি শুনছেন, কোনোটির তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন কোনোটির-বা দিচ্ছেন দ্রুত সমাধানের আশ্বাস।

গতকাল শনিবার দিনভর এমন চিত্রই ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষদের মুখোমুখি হন।

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল সমন্বয় সভা 'মুখোমুখি দাঁড়িয়ে জনতার কথা শুনতে চাই-বলতে চাই'-শীর্ষক এ আয়োজন করা হয়।

বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের মোসা. রহিমা খাতুন তাঁর বাড়িসংলগ্ন একটি সড়ক সংস্কারের দাবি জানান। তিনি কালের কণ্ঠকে বলেন, 'আমগর এমপি সাব আমার কতা মন দেয়া হুনছে। লগে লগে নোটবইয়ে টুইক্যা নিছে। কইছে খুব তাড়াতাড়িই যাতে রাস্তাডা ঠিক অয়, এর লাইগ্যা ব্যবস্থা নিব।'

বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বারি তারেক বলেন, 'আগে কখনো কোনো সংসদ সদস্যকেই এভাবে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে দেখিনি।'

সংসদ সদস্যের এই উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সদস্যসচিব ইফতেখার শিশির কালের কণ্ঠকে বলেন, 'ব্যতিক্রম উদ্যোগ এটি। সুশাসন প্রতিষ্ঠায় এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস রাখি।'

আওয়ামী লীগে উঠান বৈঠকের পুরোধা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর আগে গত ২২ মার্চ গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল সমন্বয় সভার মাধ্যমে ব্যতিক্রম এ উদ্যোগ নেন। এমন উদ্যোগ প্রসঙ্গে কালের কণ্ঠকে তিনি বলেন, 'আমি সার্বক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে চাই। তারই অংশ এটা। আমার নির্বাচনী এলাকাজুড়ে প্রতিটি ইউনিয়নে আমার এ জবাবদিহিমূলক সভা চলবে।'

তিনি বলেন, 'শ্রীপুর উপজেলাসহ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের (গাজীপুর-৩) প্রতিটি মানুষ নিয়েই আমার একটি পরিবার। পরিবারের সকল সদস্যের সুখ-দুঃখের ভাগীদারও আমি। তাই তাদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা জেনে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করছি।

পরে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সাফল্যের স্বীকৃতি হিসেবে 'এসডিজি অগ্রগতি পুরস্কার' ও 'ক্রাউন জুয়েল' বা মুকুট মনি আখ্যায়িত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় দীর্ঘায়ুর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত