প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যশোরে থ্যালাসেমিয়া আক্রান্ত ৭৫ শিশুকে রক্ত দিলেন যুবলীগ

793

Published on সেপ্টেম্বর 28, 2021
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরে অসহায় ৭৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দান করেছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই রক্তাদান কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবলীগের ব্যানারে এই কর্মসূচিতে ৭৫ জন যুবলীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তাদান করেন।

আগামীকাল ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। দিনটি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। যার অংশ হিসেবে সোমবার এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে শনিবার যশোর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আর রবিবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এক হাজার ৫০০ চারা বিতরণ করেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির আওতায় আমরা যশোরে কর্মসূচি পালন করছি। সোমবার ৭৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এই রক্ত যশোর জেনারেল হাসপাতালের ‘ব্লাড ব্যাংকে’ সংরক্ষিত থাকবে। প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এই রক্ত ব্যবহার হবে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমাদের সেই কথা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা সামাজিক অগ্রগতির সূচকে প্রতিনিয়ত উন্নতি করছি। যুবলীগের বর্তমান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মানবিক সমাজ গঠনে কাজ করছেন। আমরা তাদের নির্দেশে যশোরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছি।’

সোমবার রক্তাদান কর্মসূচি উদ্বোধনের সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনঃবাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান শহিদ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল , জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শামীম আহমেদ, তানভীর রকসি, রাইসুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত