রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫ তম জন্মদিন পালিত

1167

Published on সেপ্টেম্বর 28, 2021
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড় উপজেলা আওয়ামী লীগ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শের আলী ভূ্ঁইয়া।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর), সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক মো: শাহআলম, পৌর সভাপতি রফিকুল আলম কামাল, পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্যাহ, কাউন্সিলর বিষ্ণু দত্ত, দেলোয়ার হোসেন,রামগড় পৌর যুবলীগ এর সাবেক সভাপতি সুমন বড়ুয়া, সাবেক সহ-সভাপতি এম: এ তারেক সুমন,পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা কাউসার হাবীব শোভন, আনোয়ার জাহিদ ছোটন, কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক আরাফাত হোসেন,পৌর ছাত্রলীগ নেতা রানা মোল্লা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেতা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মত নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত