646
Published on অক্টোবর 2, 2021প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন বিশেষভাবে উদযাপনের জন্য শরীয়তপুরের নড়িয়ার ৭৫ জন জেলে তাঁদের নৌকা বর্ণিল সাজে সাজিয়েছেন। তাঁরা সেই নৌকা পদ্মায় ভাসিয়ে যোগ দিয়েছেন জন্মদিনের অনুষ্ঠানে।
মঙ্গলবার সকাল আটটার দিকে জেলেরা তাঁদের নৌকা নিয়ে নড়িয়ার মুলফৎগঞ্জ ঘাটে আসেন। ৭৫টি নৌকা নড়িয়া নদী রক্ষা বাঁধ ঘেঁষে নোঙর করে রাখা হয়। বিভিন্ন রঙের বেলুন, জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দিয়ে নৌকাগুলো সাজানো হয়। শরীয়তপুর–২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন করেন। ওই ৭৫ জেলে সেই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নড়িয়ার চরআত্রার বাসিন্দা দেলোয়ার গাজীর বসতভিটা পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে তিন বছর আগে। বসতভিটা হারিয়ে নিঃস্ব দেলোয়ার মাছ শিকারের কাজ শুরু করেন। আজ দুই সন্তানকে নিয়ে নৌকা সাজিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘আমার মতো হাজারো মানুষ পদ্মার ভাঙনে নিঃস্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নড়িয়ায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হয়েছে। এ কারনে নদীভাঙন থেমেছে। তাই তো তাঁর ৭৫তম জন্মদিনে আমরা ৭৫টি নৌকা বর্ণিল সাজে সাজিয়ে এনেছি। দোয়া করি, তিনি যেন সুস্থ দেহে দীর্ঘজীবী হন।’
উপজেলা আওয়ামী লীগ নড়িয়ার পদ্মা পাড়ে তীর রক্ষা বাঁধের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও কোরআন শরিফ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দুই হাজার কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে ৭৫ জেলে তাঁদের নৌকা নিয়ে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর–২ আসনের সাংসদ ও পানিসস্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় শরীয়তপুর–৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক মো.পারভেজ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পুলিশ সুপার আশ্রাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়িয়ার নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদ আজগর মুন্সি বলেন, ‘আমরা দুর্গম চরের মানুষ। চারদিকে নদী আমাদের উন্নয়নে বাঁধা সৃষ্টি করেছিল। সেই উন্নয়নবঞ্চিত চরে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মার তলদেশ দিয়ে পৌঁছেছে বিদ্যুৎ। নদী ভাঙন রোধে নির্মাণ করা হচ্ছে বাঁধ। এসব উন্নয়নকাজের জন্য শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। তাই তো সাধারণ মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।’