726
Published on অক্টোবর 2, 2021জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভির উদ্যোগে নগরীতে ২টি স্কুলে এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের কেক কাটা অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপন করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের দুইটি স্কুলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভির নেতৃত্বে কোমলমতি ২০০ শিক্ষার্থীদের মাঝে খাবার, করোনা সুরক্ষা সরন্জাম বিতরণ করেন। এরপর স্কুল শিক্ষার্থাদের সাথে নিয়ে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুই স্কুলের অধ্যক্ষ মো: বকতিয়ার, মো: আবুল কালাম, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম কবির, নগর যুবলীগ নেতা মো: ফিরোজ, আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আবুল কালাম সাগর, রেদওয়ান হক রাতুল, একে আজাদ, আহনাফ মানিক, মো: সজীব, মো: সামির, আল নাহিয়ান, মেহেরাজ তুহিন, মো: আমান, মো: মহসিন, হাসিব, রাসিভ, মামুন, প্রমুখ উপস্থিত ছিলেন।