‘এ উৎসব বাঙালির উৎসব’

566

Published on অক্টোবর 17, 2021
  • Details Image

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম। তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবত কে আই বি প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দূর্গোৎসব অত্যান্ত সুন্দরভাবে পালিত হচ্ছে। এ উৎসব অনেক সুন্দর ও বর্ণাঢ্য হয়। এখানে অনেক দর্শনার্থী আসে। সবাই একসাথে উৎসব আনন্দ পালন করে। এ উৎসব বাঙালির উৎসব। এ উৎসবে হিন্দু মুসলিম সবাই আসে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কেউ আঘাত করুক সেটা আমরা আমাদের জীবন দিয়ে হলেও মোকাবেলা করবো। এটাই আমাদের জাতির পিতার আদর্শ। এটাই আমাদের দীক্ষা।’বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, আবদুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু।

তিনি বলেন, ‘শারদীয় দূর্গোৎসবে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত থেকেও পূজার্থীরা আসেন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সকল চক্রান্ত রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগ সদা জাগ্রত।’

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিটু।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত