ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

1032

Published on অক্টোবর 19, 2021
  • Details Image

সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করার লক্ষে দেশী-বিদেশী ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্র। সম্প্রতি রংপুর এর পীরগঞ্জ ও কুমিল্লায় স্বনাতন ধর্মাবলম্বী বসত ঘরে লুন্ঠন ও অগ্নিসংযোগ প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী একযোগে কর্মসূচীর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশ,সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা দুপুর ১২ টায় বৃষ্টি জনিত কারনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা জনাব মু. সাদেক কুরাইশী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, এ্যাড ফজলুল হক, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, এড. মোস্তাক আলম টুলু সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, কোষাধক্ষ্য মো. বেলাল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এড. নাসিরুল ইসলাম (নাসির) উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সোহেল, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজহারুল ইসসলাম, সহ-সভাপতি জি এম সুফি নিয়াজী সহ ঠাকুরগাঁও জেলা, সদর ও পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির সকল সংকটে, দূর্যোগে, দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগের সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জাতিকে সংকটমুক্ত করে মুক্তির মুক্তাঙ্গনে সমবেত করেছেন প্রতিবার। সভায়- বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখতে সকল ষড়যন্ত্র ও অপশক্তির মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত