পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর পাশে ছাত্রলীগ

649

Published on অক্টোবর 24, 2021
  • Details Image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা সনি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) পীরগঞ্জের মাঝি পাড়ার ক্ষতি গ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুকনা খাবার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

ছাত্রলীগ নেতা সনি বলেন, ‘‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা এসেছি এ মানুষগুলোর পাশে দাঁড়াতে, এদের সান্ত্বনা দিতে। আমরা অভয় দিতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বাংলায় কোনো সাম্প্রদায়িক সন্ত্রাসের স্থান নেই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মোশারফ হোসেন,হাসানুল, ফজলে রাব্বী, নুশায়ের, হারাগাছ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক: স্বপন, গংগাচড়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আসাদুজ্জামান তপু, উপ-সম্পাদক: জাহিদ প্রমুখ।
 
প্রসঙ্গত গত ১৮ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। ক্ষতি গ্রস্তদের পাশে দাড়িয়েছে সরকার, রাজনৈতিক দল,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত