লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

497

Published on নভেম্বর 8, 2021
  • Details Image

সোমবার (৮ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এই দেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ জনগণের দল, তাই সবসময় জনগণের জন্যই কাজ করে। সে জন্যেই এই দেশের আপামর জনতা আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।

তিনি বলেন, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি তাই ভোট এলে জনগণের কাছে যাই, তাদের কাছে আমাদের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করি। আর যাদের সঙ্গে জনগণের সম্পর্ক নাই তারা ভোট এলে ঘরে বসে থাকে। জনগণের কাছে না গিয়ে ভোট সম্পর্কে নানা রকম প্রোপাগান্ডা ছড়ায়। 

তিনি আরও বলেন, আমাদের সকল নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে। তাদের সঙ্গে কখনো অসৎ আচরণ করা যাবেনা, তাদেরকে সম্মান করতে হবে। সাধারণ মানুষ থাকলে আমরা আছি, তারা না থাকলে আমরা নাই। এখন ভোটের সময় প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের মাঝে তুলে ধরতে হবে। গত কয়েক বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিলে তারাও স্থানীয় উন্নয়নে সরকারে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের জন্য কাজ করতে পারবে।

এ সময় উন্নয়ন ও সু-শাসনের জন্য স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মী ও জনগণের প্রতি আহবান জানান তিনি।

এ ছাড়া বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত