খাগড়াছড়ির গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

649

Published on নভেম্বর 23, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গুইমারা উপজেলা শাখার বর্ধিত সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা সম্পন্ন হয়।

গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সম্রাট শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব মোঃ আবুল কাশেম। ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।

বর্ধিত সভায় গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের উপর জোর প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল,গুইমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুপেশ ভট্রচার্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থীত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত